Quarantine/কোয়ারেন্টাইন আসলে কি?🤔

Quarantine

Latest Human | Mohammad Imtiaz Khan

আমরা আজকাল হঠাৎ করেই কোয়ারেন্টাইন শব্দের সাথে একটু বেশিই পরিচিত হয়েছি। যদিও শব্দটা অনেক পুরোনো!



কোয়ারেন্টাইন শব্দটি প্রথম ব্যবহার করা হয় সপ্তদশশতকে, কিন্তু এই পদ্ধতিটি ২৭০০ বছর আগে ও ব্যবহারের বর্ননা পাওয়া গেছে!

খ্রিস্টাব্দ পূর্ব ৭০০শতকের ঘটনা। 

Quarantine শব্দটি এসেছে Venetian-ইতালিয়ান শব্দ quaranta giorni থেকে, যার অর্থ হল "৪০ দিন"!


৭০৬ - ৭০৭ খ্রিস্টাব্দে মুসলিমদের তৈরি প্রথম হাসপাতালের পূর্বে মহামারী রোগের চিকিৎসা হিসাবে রোগীদের জাহাজে করে জনপদ থেকে বিচ্ছিন্ন রাখা হত ৪০ দিন! তা থেকেই এই  শব্দের উৎপত্তি!

Alert Area

কোয়ারেন্টাইন মূলত একটি ব্যবস্থা যার মধ্যে কোন রোগিকে বা রোগ থাকতে পারে এমন সন্দেহ করে বা রোগ থেকে মুক্ত রাখার জন্য বিশেষ ভাবে বিচ্ছিন্ন রাখা হয়!

Danger Sign

এই বিচ্ছিন্ন রাখার পদ্ধতি প্লাস্টিকের বিশেষ ঘরের মাধ্যমেও হতে পারে বা সাধারণ বাড়িতে ও হতে পারে! কিন্তু আসল শর্ত হচ্ছে ওখান থেকে কোনো কিছু বের করা যাবে না চিকিৎসকের পরামর্শ ছাড়া!

কোয়ারেন্টাইন রুম

এক হিসাবে এটি জেল বন্দির মত হলেও নিজেকে সুস্থ করতে ও অন্যকে সুস্থ রাখতে অনিবার্য ব্যবস্থা!

তাই কোয়ারেন্টাইন কে ভয় না করে প্রয়োজনে অবস্থান নিন।

"নিজের জীবন বাঁচান
অন্যকেও বাঁচতে দিন"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ