Latest Textile | Md Moktar Hossen
একটি পোশাক তৈরির জন্য অনেক গুলা ধাপ অতিক্রম করতে হয়। পোশাকটি ব্যবহার যোগ্য ও মানসম্মত করার জন্য অনেকগুল জিনিস সংযোজন ও করতে হয়। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা হলো গার্মেন্টস ট্রিমিং (Garments Trimmings)।
আজ আপনাদের কাছে গার্মেন্টস ট্রিমিং নিয়ে আলোচনা করবো।
তো প্রথমেই জানতে হবে গার্মেন্টস ট্রিমিং কি?
"একটি তৈরি পোশাকের মধ্যে কাপড় ব্যতিত সকল উপাদানকে গার্মেন্টস ট্রিমিং (Garments Trimmings) বলে"। যেমনঃ লেভেল, বোতাম ইত্যাদি।
এটা কাপড়ের সাথে সেলাইয়ের মাধ্যমে সংযুক্ত করা হয়। তৈরি পোশাকের বিশেষত্ব প্রকাশে এগুলা ব্যবহার করা হয়। Trimmings গুলা পোশাক তৈরির আগে ও পরে সংযুক্ত করা হয়। বায়াররা তাদের পছন্দ মত কোন পোশাকে কোন Trimmings ব্যবহার করতে হবে তা নির্ধারন করে দেয়।তাই Trimmings এর ব্যবহারের উপর সম্পূর্ণ বায়ারের উপর নির্ভর করতে হয়। কিছু Trimmings পোশাকের বাইরে সংযুক্ত করা হয় আবার কিছু Trimmings পোশাকের ভিতরে সংযুক্ত করা হয়।
◼ব্যবহারের দিক দিয়ে Trimmings দুই প্রকারঃ
১.দৃশ্যমান Trimmings
২.অদৃশ্য Trimming
➡দৃশ্যমান Trimmings:
যে সকল Trimmings পোশাকের বাইরে থেকেে দেখা যায় তাদের দৃৃৃশ্যমান Trimmings বলা হয়। যেমনঃ Interlining
➡অদৃশ্য Trimmings:
যে সকল Trimmings পোশাকের ভিতরে সংযোগ করা হয় এবং বাইরে থেকে দেখা যায় না তাদের অদৃশ্য Trimmings বলে। যেমনঃ Zipper.
Trimmings সাধারণত ২ টা উদ্দেশ্য তৈরি পোশাকে ব্যবহার করা হয়।
১. Functional উদ্দেশ্যে
যেমনঃ Bottom,zipper ইত্যাদি!
২. Decorative উদ্দেশ্যে
যেমনঃ Lace,Motif ইত্যাদি!
Trimmings |
◼লিস্ট অফ Trimmings:
1. সেলাই করা কাপড়
2. বোতাম (বোতামের জীবনী ও টেক্সটাইল)
3. Interlining
4. Lining
5. Label
a) Main label
b) Care label
c) Size label
d) Price label
e) Flag label
f) Composition label
6. Motif
7. Lace, Braid, Elastic
8. Zipper
9. Shoulder pad
10. Twill tape ইত্যাদি।
Trimmings |
◼অ্যাপারেল ট্রিমিং এর গুনগত মানঃ
Trimmings বাছাইকরণ যত্নসহকারে করতে হবে। তৈরি পোশাকের গুনগত মান Trimmings এর উপর নির্ভর করে। Trimmings এর কিছু গুনগত মান নিচে উল্লেখ করা হলোঃ
➡লাইফ টাইমঃ
Trimmings যদি কাপড়ের আগে নষ্ট হয়ে যায় তাহলে সে কাপড় বেশিদিন পড়া যায় না। তাই Trimming এবং তৈরি পোশাকের লাইফ টাইম সমান হওয়া প্রয়োজন।
➡কালার ফাস্টনেসঃ
এটা Trimmings এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কালার ফাস্টনেস কাপড়ের আগে কমে গেলে কাপড় নষ্ট হয়ে যায়। তাই এইদিকে খেয়াল রাখতে হবে।
➡আরামদায়কতাঃ
Trimmings অবশ্যই আরামদায়ক হতে হবে। একটি পোশাকের গুনগত মান অনেকাংশে ট্রিমিং এর উপর নির্ভর করে। তাই ভাল পোশাক তৈরির সময় ট্রিমিং ব্যবহারে সতর্ক থাকা প্রয়োজন।
WriterMd Moktar HossenCommittee Manager - Latest TextileDept. Of Fabric EngineeringSheikh Kamal Textile Engineering College (SKTEC)
0 মন্তব্যসমূহ