মনের একোন ওকোন থেকে ঘুরে ঘুরে আসা
"Ahsanullah University of Science and Technology"এর কিছু স্মৃতির পাপড়ি,
শুরু থেকে শেষ
যা কিছু বিশেষ
যত্নে রেখেছি তুলে
সময়ের ফাঁকে
মেলে ধরি তাকে
স্মৃতির বাক্স খুলে।।
এই অবেলায় ছিপছিপে বিছানার চাদরে এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছি। আর্টসেলের সেই গানটার মত 'অবশ অনুভূতির দেয়াল' যেন তৈরি হয়েছে নিজের মাঝে এই সংগরোধ অবস্থায়। বিশ্ববিদ্যালয় জীবনটা যেন স্মৃতিতে পরিণত হয়েছে। ক্যাম্পাস জীবনের শুরু থেকে কিছুদিন আগ পর্যন্ত খালি ভাবতাম কবে ক্লাস বন্ধ দিবে, কখন ছুটি পাব। আর এখন এত দীর্ঘ বন্ধের পর ক্যাম্পাস কে খুব মনে পড়ছে । বিশ্ববিদ্যালয় মানেই অসংখ্য স্বপ্নের বাস্তবতায় পরিণত পাখায় ভর করার এক রাজ্য। তাই এখানের প্রতিটি শিক্ষার্থীর মত আমারও ক্যাম্পাস জীবনে রয়েছে অনেক স্মৃতি যা এখন আরও বেশি মনে পড়ে। মনে পড়ে যখন বিরক্তিকর ক্লাসগুলো শেষ করে ছুটে বের হয়ে যেতাম বন্ধুদের সাথে, গিয়ে বসে পড়তাম ক্যাম্পাসের ইটানো লাল রঙের ক্যানভাসের মত দেখতে মেঝের রেডেক্সে, অথবা কোলাহলপূর্ণ টিটিগ্রাউন্ডে খেলে ফেলতাম দু-দান কেরাম কিংবা টেবিল টেনিস, বাদাম তলায় আড্ডা তো আছেই আর যখন মনটা খুবই খারাপ হয়ে পড়ত একটু প্রাণ পেতে চলে যেতাম হাওয়া ভবনে! বেশি মজা হত ডিপার্টমেন্টের বিভিন্ন খেলায় এবং ফেস্ট এ। ক্যাম্পাসে হওয়া শেষ কনসার্টটি কখনোই ভোলার মত না। সবথেকে রঙিন দিনগুলো কেটেছে বোধয় ক্যাম্পাস সংলগ্ন টং গুলোতে। চায়ের কাপে আর নিকোটিনের আস্বাদনে আড্ডা জমে উঠত বন্ধু, বড়ভাই আর ছোটভাইদের সাথে। যেই অনুভূতির সব থেকে বেশি অভাব বোধ করি তা হল প্রাণপ্রিয় বন্ধুগুলোর সংগ! তোদের সাথে উইকেন্ডে আর মিড-অফের ছোট ছোট ট্যুর গুলোর কথা খুব মনে পড়ে। আগে সকাল হলে তাড়াহুড়ো করে ক্লাস এর জন্য তৈরি হতাম। কোন কোন সময় ক্লাস শুরু হতে আর ১০ মিনিট বাকি এমন সময় বন্ধুর ফোনে ভাংত ঘুম। ক্লাসে লেইট করলে গিয়ে দেখতাম কেউ প্রক্সি দিয়ে বসে আছে। আর এখন! কোন তাড়া নেই । সকাল গড়িয়ে দুপুর হয় গা পড়ে থাকে বিছানায় । যেন বেকার জীবন পার করছি । মনের মধ্যে নেই কোন চঞ্চলতা । সারাদিন বলতে থাকা ক্যাম্পাস লাইফের প্যারা কে আজ বড়ই মধুর মনে হচ্ছে । তাইতো আবার হাঁটতে চাই বাদাম তলায়, খেলতে চাই টিটিগ্রাউন্ডে, ফুটবল-ক্রিকেটে মাতামাতি, প্রিয় বন্ধুগুলোর মুখ আর হাজারো ভালবাসায় সিক্ত হয়ে ফিরে যেতে চাই আমার সেই প্রাণের ক্যাম্পাসে।
Writer:
ECA
Of
Ahsanullah University of Science and Technology
Editor:
Md. Jannatul Naime
Committee Manager of ECA
&
Md. Sadiquzzaman Kownik
Executive Ambassador of ECA
- Latest
- Textile
- _Textile All
- _খবর
- __ব্যাবসা ও বানিজ্য
- _প্রবন্ধ
- __সকল প্রবন্ধ
- __ইতিহাস
- __তন্ত (Fiber)
- __সুতা (Yarn)
- __কাপড় (Fabric)
- __টেক্সটাইল ও রং
- __Recycle ও টেক্সটাইল
- __টেক্সটাইল টেকনোলজি
- _ভিডিও
- _Blog
- _ক্যাম্পাস
- __Apply As Ambassador
- __ক্যাম্পাসের খবর
- __ক্যাম্পাস পর্যালোচনা
- __ক্যাম্পাসের স্মৃতি
- _ই-ম্যাগাজিন
- চাকরি
- _চাকরির বিজ্ঞপ্তি দিন
- ঘোষণা
- _Certificates
- _ইভেন্ট
- Publication
- _সাহিত্য ও প্রকাশনা সমূহ
- _Blog
- Pro
- _Quiz
- WE
- _About Us
- _Contact Us
- _Privacy Policy
- _Disclaimer
- Education
- _HSC
- __Science
- __Chemistry
- __Biology
- Economy
- _Finance
- _Cryptocurrency
- Travel
0 মন্তব্যসমূহ