Latest Textile | Md Asikur Rahman
বোতাম খুব ছোট্ট একটি জিনিস তাই না? আমাদের শার্টের হাতায় বা মাঝ বরাবর থাকে, কি ঠিক আছে?
কখনও ভেবে দেখছেন এই বোতাম গুলা যদি না থাকত তাহলে কি ভাব নিয়া উপরের বোতাম খুলে ঘুরতে পারতাম বা উপরের বোতাম শক্ত করে লাগিয়া টাই বাঁধতে পারতাম? পারতাম না তাই নয় কি?
জানতে ইচ্ছা হয় না, কিভাবে এলো এই বোতাম গুলো, কেনই বা আমরা এসব ব্যবহার করে থাকি।আজ আমরা জানবো বোতাম সম্পর্কে।
▶️ বোতাম হচ্ছে আধুনিক ফ্যাশন ডিজাইনের অংশ। আধুনিক ফ্যাশনে সুন্দর পোশাক এর সাথে চাই সুন্দর বোতাম। পোশাক মধ্যে অবস্থিত এই ছোট জিনিসটি যদি খারাপ হয় তাহলে পোশাকের মান অনেকটাই কমে যাবে এবং পোশাকটির সৌন্দর্যও লোপ পাবে।
বোতাম হচ্ছে সাধারণত প্লাস্টিকের তৈরি এক ধরনের একসেসরিস তবে এটি অন্যান্য ধাতব পদার্থ বা কাঠ দিয়ে ও তৈরি করা হয়ে থাকে।
যখন বোতাম আবিষ্কার করা হয়নি তখন পোশাক বা বস্ত্রকে ফিতা অথবা কাপড়ের তৈরি দড়ি জাতীয় উপকরণ দিয়ে দেহের সঙ্গে আটকে রাখা হতো। আমরা আরবের পুরাতন ড্রেস গুলা দেখলেই বুঝতে পারি, এত বড় বড় মানুষ কি যেন পড়ে আছে আবার সেটক ফিতে দিয়ে বাঁধা। যাইহোক পরবর্তীতে যিশু খ্রিস্ট্রের জন্মের ২৮০০-২৬০০ বছর আগে ভারতীয় উপমহাদেশের সিন্ধু সভ্যতার এবং যীশু খ্রিস্টের জন্মের ২০০০-১৫০০ বছর আগে ব্রোঞ্জ যুগে চীন ও প্রাচীন রোমে পোশাকের সঙ্গে বোতাম ব্যবহার উদ্ভাবন হয়।
প্রাচীন বোতাম |
সবচেয়ে প্রাচীনতম বোতামটি পাওয়া গেছে সিন্ধু উপত্যকার মোহেনজোদারো অঞ্চলে যা বর্তমানে আধুনিক পাকিস্তান হিসাবে পরিচিতি। পরবর্তী কালে প্রাচীন রোমানরা ও বোতামগুলি ব্যবহার করতে শুরু করে।
▶️ প্রধানত পাঁচ প্রকার বোতাম হয়ে থাকে। এগুলো হলোঃ
✔️১)ফ্ল্যাট বোতাম ( Flat Button)
✔️২) শ্যাঙ্ক বোতাম (Shank Button)
✔️৩)স্টাড বোতাম (Stad Button)
✔️৪)টগল বোতাম ( Toggle Button)
✔️৫) আলংকারিক বোতাম ( Decotaive Button)
বোতাম সাধারণত পোশাকের মাঝে সংযুক্ত থাকে তার ফলে পোশাক গুলো দেখতে অনেক সুন্দর এবং স্টাইলিশ লাগে এছাড়াও বিভিন্ন ওয়ালেট, ব্যাগের মতো নানান জিনিসে বোতাম ব্যবহার ব্যবহার করা হয়। যা আমাদের দৈনন্দিন জীবনের সাথে জড়িত।
ধাতুর বোতাম |
▶️ বোতাম সাধারণত দুই ধরনের উপাদান থেকে তৈরি করা হয়ে থাকে। এগুলো হলোঃ
✔️ ১) প্রাকৃতিক উপাদান: প্রাকৃতিক উপাদান গুলোর মধ্যে হলো হাড়, শিং, আইভরি, শামুক ইত্যাদি।
✔️ ২) কৃত্রিম উপাদান: কৃত্রিম উপাদান গুলো হলো সেলুলয়েড, কাচ, ব্যাকেলাইট ইত্যাদি।
পোশাক শিল্পের চাহিদার উপর ভিত্তি করে বোতামগুলো আবার পাঁচ ভাগে ভাগ করা হয়ে থাকে। এগুলো হলো ফ্যাব্রিক বোতাম, ধাতু বোতাম, প্রাকৃতিক বোতাম, প্লাস্টিক বোতাম, রজন বোতাম।
বিজিএমইএ তথ্য অনুসারে প্রতিমাসে গার্মেন্টস কারখানায় প্রায় ২২০০ কোটি টাকার বিভিন্ন জিনিস এর প্রয়োজন হয়। এর মধ্যে প্রতি মাসে প্রায় ১২০-১৩০ কোটি টাকার বোতাম এর চাহিদা রয়েছে।
বস্ত্র শিল্পে বোতাম উল্লেখযোগ্য ভাবে অবদান রাখছে এবং ফ্যাশন জগতে। ভবিষ্যতে বোতাম এর চাহিদা আরও বাড়তে থাকবে।
Writer
Md Asikur Rahman
DWMTEC-AE
Executive Ambassador - Latest Textile
0 মন্তব্যসমূহ