DWMTEC + আমরা =❓ (Memories)


ভালোবাসার ক্যাম্পাস DWMTEC নিয়ে কিছু অব্যক্ত স্মৃতি,

▶️ Rudro Dutta (1st batch)
বর্তমান মহামারী কোভিড-19 এই অসময়ে ছুটে পড়া ক্যাম্পাসকে খুবই বেশি ‌মনে পরছে। 1টি বছরে ঘটে যাওয়া কত না স্মৃতি বিজড়িত আমার ক্যাম্পাসে সেগুলো নিয়ে না বলেই নয়ঃ

1‌‌) রুমমেটদের সাথে সারাক্ষণ হাসি মজায় মেতে থাকা দিনগুলো 😢।
2)ক্লাস রুমের সেই হোয়াইটবোর্ড কতদিন দেখিনা।
3) আমার শিক্ষক , সহপাঠী ও জুনিয়র কতদিন তাদের দেখিনা 😢😍।
4)প্রিয় হল ,করিডরে কতদিন হাটা হয় না।
5) ক্যান্টিনে সকালে নাস্তা দিয়ে আর দিন শুরু হয় না ।
6) হলের ‌ খারাপ ‌খাবারে ডুবে থাকা ভালোবাসা গুলো আর পায়না।

কতকিছুই না মনে পড়ছে..
সুস্থ হয়ে উঠো দেশ। আমি ফিরে যেতে চায় আমার ক্যাম্পাসে😍😍।


DWMTEC

▶️ Antu Das (1st batch)
"ডমটেক" আমাদের জন্য শুধু একটা ক্যাম্পাস নয়, এটা আমাদের ভালোবাসার জায়গা।

আজ প্রায় ১ মাস ২২ দিন হলো আমরা ক্যাম্পাস থেকে চলে এসেছি। শুধু আমিই নই, "ডমটেক" ক্যাম্পাসের প্রত্যেকটি শিক্ষার্থী হয়তো আমাদের এই প্রানের ক্যাম্পাসকে মিস করছি।
কতটা মিস করছি হয়তো তা লিখে বা বলে বুঝানো যাবে না।

√১.মিস করছি আমার প্রানপ্রিয় প্রত্যেক সহপাঠীদের যাদের ছাড়া হয়তো আমার এই ক্যাম্পাস জীবন একদম অচল।

√২.মিস করছি আমার স্নেহের অনুজদের, যাদের সাথে হয়তো খুব কম সময় কাটাতে পেরেছি।কিন্তু তাদের প্রতি ভালোবাসা একটু কমতি নেই।

√৩.মিস করছি হলের প্রত্যেক বন্ধুদের যাদের সাথেই হয়তো আড্ডায়,গল্পে,গানে আমার সারাটা দিন-রাত কেটে যেত।

√৪.মিস করছি ক্যান্টিনের শাহিন ভাইয়ের হাতের সেই স্বাদহীন পরোট-ডালভাজি। যা খেয়েই হয়তো আমাদের সকালটা শুরু হতো।

√৫.মিস করি আমাদের সেই সম্মানিত শিক্ষকদের পাঠদান।

√৬.মিস করি মাঠের সেই ফুটবল খেলা,নাইট ক্রিকেট।

√৭.মিস করি নদীর পাড়ের সেই আড্ডাটা।

√৮.মিস করি বন্ধুদের সাথে সেই ধোয়া উড়ানো ভালোবাসাটা।

ক্যাম্পাসের আরো কতকিছু যে মিস করছি তা হয়তো আর বলে বা লিখে বুঝানো সম্ভব নয়।তবে ক্যাম্পাস থেকে এত দূরে থেকেও ক্যাম্পাসের প্রতি ভালোবাসাটা একটুও কমে নি, যেন উল্টো আরো বেড়ে যাচ্ছে।

তাই পরম করুনাময়ের নিকট এই বলেই দোয়া করি যে,তিনি যেন আমাদের খুব তাড়াতাড়ি এই মহামারি থেকে মুক্তি দেন এবং আমরা যেন খুব জলদি আমাদের প্রানের ক্যাম্পাসে ফিরে যেতে পারি।

▶️ Ashikur Rahman Rupom (2nd batch)
১) সকাল ৯ঃ৩০ শাহিন ভাই দোকানে ডাল পুরি খেতে যে ক্লাশ না পাওয়ার ভয়ে না খেয়ে ক্লাশ চলে যাওয়া।

২)বিকাল দিক বড় ভাইদের সাথে মাঠে ফুটবল এবং ক্রিকেট খেলতে যাওয়া।

৩) মাগরিব নামাজ পর শাহিন ভাই দোকানে বন্ধুদের সাথে চা খাওয়ার পর করতোয়া নদী ধারে যাওয়া।

৪)রাতের খাওয়ার পর বড় ভাইদের রুমে আড্ডা।

৫)ঘুমানোর আগে রুম মেট গান শুনা এবং রুম মেটদের সাথে আড্ডা।

১০ দিন ক্যাম্পাসের দিন গুলো এখন স্মৃতি হয়ে গেছে। এখন দিন গুলোর কথা মনে পড়ে চোখে অশ্রু চলে আসে ।😔

Mehedi Hasan Mugdho (2nd batch)
দুপুর বেলা বৃষ্টি হলেই মনে পরে যায় ক্যাম্পাসে থাকলে হয়তো এতোক্ষণ ভাইদের সাথে ফুটবল খেলতাম,বিকালে ভাইদের পকেট হালকা করার উপায় বের করতাম, না জানি কেন আজ আমাদের ডাইনিং রুমটার গুম গুম আওয়াজ কানে ভাসছে,ভাইদের রুমে গেলে আড্ডা শেষে নিজের হাতে খিচুড়ি রান্না করে নিজের প্লেটে বসিয়ে খাইয়েছে,মিস করছি ভাইয়ের ভালোবাসা, মিস করছি মধ্য রাতে ল্যাম্পপোস্টের আলোতে ক্রিকেট খেলা,মিস করছি স্যারদের ক্লাস,, খুব বেশী মিস করছি বন্ধুদের পচানিতে ব্যস্ত থাকা সময়গুলো........

আমরা আবারও সেই সোনালী দিনের অপেক্ষায় আছি, যেদিন এই মহামারীকে জয় করে ফিরতে পারবো আমাদের প্রানের ক্যাম্পাসে,ফিরে পাব সবার ভালোবাসা
ততদিনে বাসায় থাকুন,
নিরাপদে থাকুন।

▶️ Yeasir Arafat (Committee Manager -1st Batch)
সবাই তো অনেক কিছুই বল্লো, আমিও এর ব্যতিক্রাম নই,ক্যাম্পাসে যাওয়ার জন্য আমারও মন কাঁদে।বাকিটা ছবিতে প্রকাশ করলাম আমি☺

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ