ইয়ার্ন ওয়াইন্ডিং (Yarn Winding) কি ও কেন

Latest Textile | Tahmina Akter Mina

কাপড় বয়নের সুবিধার্থে বাজারে প্রাপ্ত হ্যাংক আকারের সুতা হতে আপত্তিকর ত্রুটিসমূহ যেমন: স্লাব, নেপস, থিক এন্ড থিক প্লেস মুক্ত করে কাপড়ের পড়েন সুতার জন্য নলি বা কপ এবং টানার জন্য সুতাকে স্পুল, কোন, ববিন প্রভৃতি প্যাকেজে জড়ানো হয়। বিভিন্ন প্যাকেজে সুতা জড়ানোর পদ্ধতিকে ওয়াইন্ডিং (Yarn Winding) বলে।

➡️ ওয়াইন্ডিং এর উদ্দেশ্য:

১. একসাথে অনেক লম্বা সুতা পাওয়ার জন্য।
২. টানা ও পড়েন সুতাকে সরাসরি রং করার জন্য।
৩. ওয়ার্প সুতাকে বীমে জড়ানোর ব্যবস্হা করার জন্য।
৪. ওয়েফট সুতাকে কোন অথবা কপ এ জড়ানোর জন্য।
৫. সুতায় ত্রুটির পরিমাণ কমিয়ে একটি গ্রহণ যোগ্য বা সুবিধাজনক পর্যায়ে নিয়ে আসার জন্য।

➡️ ওয়াইন্ডিং এর বিভিন্ন ধরনের প্যাকেজ:
সচরাচর ব্যবহৃত সুতার প্যাকেজ অনুসারে এই মেশিনকে নিম্নলিখিত ভাগে বিভক্ত করা যায়, যথা:

১.পার্ন ওয়াইন্ডিং মেশিন
২. কপ ওয়াইন্ডিং মেশিন
৩. স্পুল ওয়াইন্ডিং মেশিন
৪. চীজ ওয়াইন্ডিং মেশিন
৫. কোন ওয়াইন্ডিং মেশিন।

আবার গঠন প্রকৃতি অনুসারে ওয়াইন্ডিং এ ব্যবহৃত প্যাকেজসমূহ সাধারণত ৩ ধরনের হয়ে থাকে; যথা:

১/ সমান্তরালভাবে জড়ানো প্যাকেজ: অনেকগুলো সুতা সমান্তরালভাবে একটির পর একটি শায়িত অবস্থায় থেকে যে প্যাকেজ গঠন করে তাকে সমান্তরালভাবে জড়ানো প্যাকেজ বলা হয়।

২/ প্রায় সমান্তরালভাবে জড়ানো প্যাকেজ: পরস্পরের সাথে প্রায় সমান্তরালভাবে অবস্হিত এক বা একাধিক সুতা দিয়ে এ ধরনের প্যাকেজ গঠিত হয়।

৩/ আড়াআড়িভাবে জড়ানো প্যাকেজ: এ ধরনের প্যাকেজ একটি মাত্র সুতা দিয়ে গঠিত হয়।

নিচে কিছু ওয়াইন্ডিং মেশিনের ছবি দেয়া হল ⬇️



পরবর্তীতে ওয়াইন্ডিং মেশিন নিয়ে আরো কিছু জানবো.....

দেখতে থাকুন আমার অন্য লেখা গুলো, পড়তে থাকুন Latest Textile.


Writer
Tahmina Akter Mina
Committee Manager - Latest Textile
Department of Clothing & Textile,

Bangladesh Home Economics College (BHEC)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ