ফেব্রিক স্প্রেডিং (Fabric Spreading) এর আপাদমস্তক

Fabric Spreading

Latest Textile | Abdullah Al Baki Upol

অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং এর একটি গুরুত্বপূর্ণ ধাপ ফেব্রিক স্প্রেডিং এর শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করছি...

ফেব্রিক স্প্রেডিং (Fabric Spreading) কি?

ফেব্রিক স্প্রেডিং মানে হচ্ছে ফেব্রিককে একটি নিয়মতান্ত্রিক ভাবে ছড়িয়ে দেওয়া। মার্কার পেপারের দৈর্ঘ্য এবং প্রস্থ পাওয়ার জন্য ফেব্রিক কে ছড়ানো হয়। এটি কাটিং প্রসেস এর পূর্ববর্তী ধাপ। তবে ফেব্রিক  ছড়ানোর সময় খেয়াল রাখতে হবে যেন ফেব্রিক স্তুপে ফেব্রিকের সংখ্যা ৩০০ এর থেকে কম হয়। কাপড়ের পুরুত্ব এবং ছুরির উচ্চতা অর্থাৎ ছুরির ধারের ওপর নির্ভর করবে কতটি ফেব্রিক নেওয়া যাবে  অর্থাৎ কতটি ফেব্রিক একসাথে কাটা যাবে।

Objectives of Fabric Spreding/ ফেব্রিক স্প্রেডিংএর উদ্দেশ্য:

মার্কার পেপারের দৈর্ঘ্য এবং প্রস্থ অনুসারে ফেব্রিক কে ঠিকভাবে ছড়িয়ে দেওয়া এবং খেয়াল রাখতে হবে যেন ফেব্রিক এর ওপর যেন কোন Tension না পড়ে।
একসাথে অনেকগুলো ফেব্রিকে কাটার জন্য এবং ফেব্রিক এর অপচয় এবং একই সাথে কাটিং এর সময় যেন কম প্রয়োজন হয় সেজন্য ফেব্রিককে স্প্রেডিং করা হয়।

Types of Spreading/ স্প্রেডিংএর প্রকারভেদ:

১) Flat spreading: একই দৈর্ঘ্যের অনেকগুলো ফেব্রিককে একটির উপর একটি সাজানো হয়।
২) Stepped spreading: একই দৈর্ঘ্যের অনেকগুলো ফেব্রিককে বিভিন্ন ধাপে ধাপে একটির উপর আরেকটি কে সাজানো হয়।

Methods of spreding / স্প্রেডিং এর পদ্ধতি:

Manual Method:

১) By hand (হাতের মাধ্যমে): মার্কার পেপারের দৈর্ঘ্য এবং প্রস্থ উপর ভিত্তি করে দুইজন কর্মচারী ফেব্রিকের রোল কে একটি টেবিলের উপর ছড়িয়ে দেন।

Manual Fabric Spreading

২) By hook: এই পদ্ধতিতে যে টেবিলের উপর কাপড় কে ছড়ানো হবে টেবিলের উপর প্রান্তকে 10 ডিগ্রি কোণে রাখা হয়। টেবিলের উপর প্রান্তে যে হুকটিকে রাখা হয় সেটি ১৫ সেন্টিমিটার লম্বা এবং হুকটিকে ফেব্রিক সেলভেজ এর এক প্রান্ত যুক্ত করা হয়। ফেব্রিকের চেক দেখে ফেব্রিক সেলভেজকে টেবিলের উপর ছড়ানো হয়। ফেব্রিক ছড়ানো শেষে টেবিলের উপর প্রান্তকে আবার আগের জায়গায় সেট করা হয় এবং ফেব্রিকের স্তুপের উপর মার্কার পেপারকে বসানো হয়।

৩) Spreading truck with the help of operator: টেবিলের এক প্রান্তে একটি স্প্রেডিং ট্রাক থাকে সাহায্যে ফেব্রিক রোল কে বসানো হয়। ট্রাকটিকে হাতের সাহায্যে টেবিলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যাওয়া হয় এবং একই সময় ফেব্রিক রোল থেকে ফেব্রিক টেবিলের উপর দৈর্ঘ্য এবং প্রস্থ অনুসারে ছড়িয়ে যায়।

Mechanical method/ যান্ত্রিক পদ্ধতি:

Semi-Automatic: টেবিলের দুই প্রান্তে দুটি রেইল থাকে যার উপর দিয়ে স্প্রেডিং মেশিন টিকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যাওয়া হয়। বৈদ্যুতিক এবং যান্ত্রিক গতির সাহায্যে স্প্রেডিং মেশিনটিকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যাওয়া হয় যার  ফলে কাপড়ের একটি স্তুপ তৈরি হয়।

Semi-Automatic Spreading Machine


Advantages of semi-automatic spreading/ সেমি অটোমেটিক স্প্রেডিং এর সুবিধা:
সর্বোচ্চ স্পিড ১০০মিটার/মিনিট।
ফেব্রিকের ত্রুটি চিহ্নিত করা যায়।
সর্বোচ্চ ২৫ সেন্টিমিটার পর্যন্ত  উচ্চতা রাখা যায়।ফেব্রিক রোলের ওজন ৮০-৬৭৫ কেজি রাখা যায়।

Disadvantages of semiautomatic spreading/ সেমি অটোমেটিক স্প্রেডিং এর অসুবিধা:
যথেষ্ট সময় প্রয়োজন।
শ্রমিক মজুরি অনেক বেশি।
যেকোনো ধরনের ফেব্রিক কে স্প্রেডিং করা যায় না।

Full automatic: এটি সেমি অটোমেটিক মেশিনের একটি উন্নত ধাপ। রোবট এবং মাইক্রোপ্রসেসর এর সাহায্যে এটিকে নিয়ন্ত্রণ করা হয় করা হয়।

Full Automatic Fabric Spreading Machine

Advantages of automatic spreading/ অটোমেটিক স্প্রেডিং এর সুবিধা:
কম সময় প্রয়োজন।
যেকোনো ধরনের ফেব্রিককে স্প্রেডিং করা সম্ভব।
শ্রমিক মজুরি কম।

Disadvantages of automatic spreding/অটোমেটিক স্প্রেডিং এর অসুবিধা:
এটি একটি খুবই ব্যয়বহুল প্রক্রিয়া।
দক্ষ অপারেটর প্রয়োজন মেশিন কে কন্ট্রোল করার জন্য।

Writer
Abdullah Al Baki Upol
Session: 2017-18
Department of Textile Engineering
Shyamoli Textile Engineering College (STEC)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ