জীবকোষের মূল বিষয়বস্তু - The Cell

The Cell

Latest Human | Md Imam Ul Ali Khan

জীবকোষ সম্পর্কে কথা বলতে চাইলে তা শেষ হবার নয়। তাই সংক্ষেপে ও সহজে বোঝার জন্য মূল বিষয় বস্তুগুলো উপস্থাপন করার চেষ্টা করছি। 
মূলবিষয়ঃ (আবিস্কার)

→ লন্ডন রয়েল সোসাইটির প্রথম কিউরেটর বিজ্ঞানী রবার্ট হুক (Robert Hooke, 1635 – 1703) 1665 এ নিজের তৈরি 30X zoom cork অংশ পর্যবেক্ষণ সময়
কোষ আবিষ্কার করেন ।
 
→ Cell (Latin, cellula = a small compartment)

→ Grew-1682, Wolf-1759, Dutro chet- 1824, Antonie van Leeuwenhoek 1678 (স্বউদ্ভাবিত 270x zoom শুভ্রাহ, রক্তকণিকা, এককোষী ব্যকটেরিয়া গবেষণা করেন) এরা কোষ নিয়ে গবেষণা করেন ।
latest_human_articles_the_cell
Bio Cells



→  Felice Fontana – 1781, কোষের মধ্যের নিউক্লিয়াসের অস্থিত অনুমান করে ।

→ Robert Brown -1833 - নিউক্লিয়াসের অস্তিত্ব আবিষ্কার করে ।

→ Felix Dujardin – 1835, জেলির মতো থকথকে পদার্থকে সারকোড (sarcode) নাম দেন।

→ Johannes Purkinje -1840, sarcode কে protoplasm নাম দেন।

→ Max Knol and Ernst Ruska - 1931, ইলেকট্রন অনুবীক্ষণযন্ত্র আবিষ্কার করেন।


মূলবিষয়ঃ কোষের সাধারণ বৈশিষ্ট

→ কোষ কোষঝিলিতে আবদ্ধ।

→ এটি সাইটোপ্লাজম ধারণ করে।

→ সাইটোপ্লাজনের মুখ্য উপাদান হিসেবে পানি প্রয়োজন।

→ জীবনের জন্য প্রয়োজনীয় সকল গাঠনিক ও অনুবিক উপাদান কোষে উপস্থিত।

→কাঁচা মাল শোষণ, শক্তি গ্রহণ ও জৈব অনু সংশ্লেষনে সক্ষম।

→ কোষ সুনিয়ন্ত্রিতভাবে বেড়ে উঠে।
latest_human_articles_the_cell
Bio Cells


→ নির্দিষ্ট আকার প্রাপ্তির পর বিভাজন প্রক্রিয়ায় সংখ্যাবৃদ্ধি করে।

→ কোষ জিনগত তথ্য ধারণ করে।

→ Homeostatic অর্থাৎ, অন্তঃস্থ ভারসাম্য রক্ষায় সক্ষম।

→ পরিবেশের পরিবর্তনে সাড়া দেয়।

→Metabolism অর্থাৎ, বিপাক প্রদর্শন করে।

→অভিযোজিত ও রূপান্তরিত হতে পারে।

→নির্দিষ্ট সময় পর মৃত্যু বরণ করে।


মূলবিষয়ঃ কোষের সংজ্ঞা

→ প্রতিটি জীবদেহ এক বা একাধিক কোষ দ্বারা গঠিত।

→ কোষ জীবদেহের গঠন ও কাজের একক।

→ "কোষ জীবনের মৌলিক একক" - Jean Brachet 1961

→ 1963 সালে Loewy, Siekviz বলে "কোষ হলো জৈবিক ক্রিয়াকলাপের একক যা একটি বৈষম্যভেদ্য ঝিলি দিয়ে পরিবেষ্টিত থাকে এবং যা অন্য কোন সজীব মাধ্যম ছাড়াই স্বপ্রজননে সক্ষম।"
latest_human_articles_the_cell
Cells


→ 1970 সালে C.P. Hickman বলেন, "কোষ জৈবিক গঠন ও কার্যের একক এবং এটি নূনতম জৈবিক একক যা নিজের নিয়ন্ত্রণ ও প্রজননে সক্ষম।"

→ 1979 সালে De Roberties বলেন, "কোষ হলো জীবের  মৌলিক গঠনগত ও কার্যগত একক।"

To Be Continued...

(HSC, Biology 1st Paper, Chapter 1)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ