৫২ থেকে ২০২৪,
শ্রদ্ধা জানাই সকল ভাষা শহীদদের প্রতি
যাদের ত্যাগে আজও আমরা
আমাদের ঐতিহ্য নিয়ে থাকতে পারছি!
যে ভাষায় লেখালেখি করে যেমন আমাদের কথা পৌঁছাতে পারছি সকল শ্রেণীর মানুষদের কাছে, তেমনি জুড়াতে পারছি আমাদের প্রাণ।
অমর শহীদ দিবস
অমর একুশে ফেব্রুয়ারি
অমর আটই ফাল্গুন
অমর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
আজ এই ঐতিহসিক দিনে
জানাচ্ছি সেই ভাষার প্রতি সম্মান,
জানাচ্ছি সেই ভাষা শহীদের প্রতি অজস্র শ্রদ্ধা,
আর মন খুলে দোয়া করছি সৃষ্টিকর্তার কাছে,
যেনো সেই সব শহীদের মর্যাদা অক্ষুণ্ণ থাকে অনন্তকাল.....
বি: দ: ছবিটি আমাদের পোস্ট করা প্রথম শহীদ দিবসের স্মৃতি। (২১/০২/২০২০)
0 মন্তব্যসমূহ