Latest Human | Md Imam Ul Ali Khan
বাংলা প্রথম পত্র - অপরিচিতা - রবীন্দ্রনাথ ঠাকুর (জ্ঞানমূলক)
১. কে কোনো মতেই কার কাছে উকিবেন না?
→ অনুপমের মামা।
২. আসর জমাতে কে অদ্বিতীয় / সরম রসনার গুণ আছে কার?
→হরিনা
৩. কল্যাটিকে আশীর্বাদ করতে যায় কে?
→বিনু
৪. রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে মৃত্যবরণ করেন?
→ ১৯৪৯ সালের ৭ই আগস্ট।
৫. রবীন্দ্রনাথ কত সাথে নোবেল পান?
→ ১৯১৩ সালে
৬. কল্যাণীর বিয়ে না করার কারণ কি ছিল?
→ আত্মমর্যাদা / আত্মে সম্মানবোধ
৭. "অপরিচিত" কোন পুরুষের জবানিতে লেখা গল্প?
→উত্তর পুরুষ
৮. কল্যাণী মাতৃ-আজ্ঞা বলতে কী বুঝিয়েছেন?
→ দেশের প্রতি দায়বদ্ধতা
৯. "ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নেই।" - কার নেই?
→শম্ভুনাথ (আত্মসম্মান বোধে। বলিষ্ঠতার)
১০. অপরিচিতা গল্পের কথক কে?
→ অনুপম।
১১. "শেষের কবিতা" কী?
→ উপন্যাস
১২. পণ্ডিত মশাই অনুপমকে কোন ফলের সাথে তুলনা করতেন?
→মাকাল ফল।
১৩. কাকে দেখলে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাই মনে হয়?
→অনুপমকে দেখলে ।
১৪. অনুপম নিতান্তই ভাল মানুষ কেন?
→ভালো মানুষ হওয়ার কোন ঝঞ্ঝাট নেই বলে ।
১৫. বিনুদার ভাষা কেমন?
→অত্যন্ত আর্টি ।
১৫. সাতাশ বছর জীবনটা বড় নয় কিসের হিসেবে?
→ দৈর্ঘ্যের হিসেবে এবং গুণের হিসেবে
১৭. 'অপরিচিতা' গল্পের মামা অনুপমের চেয়ে বয়সে কত বড়?
→ছয় বছরের ।
১৮. কোন কথা স্মরণ করে অনুপমের মা এবং মামা একযোগে হাসলেন?
→ গায়ে হলুদের অনুষ্ঠানে অনেক লোকের আদর আপ্যায়ন করতে কন্যাপক্ষকে যে নাগাল হতে হবে সে কথা স্মরণ করে।
১৯. অনুপমের বাবার পেশা কি ছিল?
→আইন ব্যবসা বা ওকালতি।
২০. অনুপমের পিসতুত ভাইয়ের নাম কি?
→বিনু
২১. কল্যানীকে কী দিয়ে আশীর্বাদ করা হয়েছিল?
→কানের দুল (এয়ার রিং) ।
২২. কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের বনফুল প্রকাশিত হয়?
→ ১৫ বছর বয়সে
২৩. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্ম গ্রহণ করেন?
→ ১৮৬১ সালের ৭ই মে ।
২৪. বাংলা সাহিত্যে প্রথম সার্ধক ছোট গল্পের রচয়িতা কে?
→রবীন্দ্রনাথ ঠাকুর
২৫.অপরিচিতা গল্প প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
→সবুজ পত্র পত্রিকায়।
২৬.কে ছিলেন "সবুজ পত্র" পত্রিকার সম্পাদক ?
→ প্রমথ চৌধুরী।
২৭. অপরিচিতা গল্পটি প্রথম কোন গ্রন্থে প্রকাশিত হয়?
→'গল্পসপ্তক' গ্রন্থে ।
২৮ অপরিচিতা গল্পে শম্ভুনাথ সেন-এর পেশা কী?
→ডাক্তারী।
২৯.সম্ভুনাথ সেনের মেয়ের নাম কী?
→কল্যানী।
৩০. অনুপমের আমল অভিভাবক কে ছিল?
→ তার মামা ।
৩১. পন্ডিতমশায় অনুপমকে কোন ফুলের সাথে তুলনা
করত?
→শিমুল ফুল
৩২.আশীর্বাদ-এর জন্য কাকে পাঠানো হলো?
→বিনুদাকে ।
৩৩. বিয়ে উপলক্ষে কনে পক্ষকে কোথায় আসতে হলো?
→কলকাতা ।
৩৪. লক্ষ্মী কীসের দেবী?
→ লক্ষ্মী ধন ও ঐশ্বর্যের দেবী ।
৩৫. কনসার্ট কী?
→ কনসার্ট হলো নানারকম বাদ্যযন্ত্রের ঐকতান।
৩৬. স্বয়ংবরা শব্দের অর্থ কী?
→ সে মেনে নিজেই নিজের স্বামী নির্বাচন করে।
৩৭ মাকে নিয়ে অনুপম কোথায় যাচ্ছিল?
→তীর্থে যাচ্ছিল ।
৩৮. "অপরিচিতা" গল্পে দেনাপাওনাকে বিয়ের কেমন অংশ বলা হয়েছে?।
→স্থূল অংশ।
৩৯.অনুপমের অন্তরে কোন কথাটি চির জীবন গানের ধুয়া হয়ে রইল ?
→"জায়গা আছে"
৪০. শম্ভুনাথ সেকরার হাতে কী পরখ করতে করতে দিলন?
→ এক জোড়া এয়ারিং।
৪১. হরিশ কোথায় কাজ করে?
→ কানপুরে।
৪২. অপরিচিতা গল্পে খাদযুক্ত গহনা কোনটি?
→ বিলেতী এয়ার রিং।
0 মন্তব্যসমূহ