Latest Human | Md Imam Ul Ali Khan
আমার পথ (জ্ঞানমূলক) - HSC Bangla 1st Paper
১. আমার পথ' প্রবন্ধ অনুসারে ভুলের মধ্যে দিয়ে সত্যকে পাওয়ার উপায় হলো?
→নিজের ভুল স্বীকার করা।
২. 'আমার পথ" প্রবন্ধে পাবন্ধিক নিজের পরিচয় দিয়েছেন কি হিসেবে ?
→ অভিশাপ রথের সারথি।
৩. কাজী নজরুল ইসলাম কিসের চেয়ে অহংকার কে ভাল বলেছেন?
→মিথ্যা বিনয় ।
৪. গান্ধীজীর শেখানো নিজের উপর অটুট বিশ্বাস বলতে "আমার পথ" প্রবন্ধে বোঝানো হয়েছে-
→ আত্ম জাগরণ।
৫."আমার পথ" প্রবন্ধ অনুসারে আমার পথ পরাধীন যে কারণে-
→ স্বাবলম্বনহীনতা।
৬. "আমার পথ" প্রবন্ধে লেখকের কর্ণধার কে?
→লেখক নিজেই ।
৭. কাকে চিনলে ই আত্মনির্ভরশীল হওয়া যায়?
→আত্মাকে।
৮. কাজী নজরুল ইসলামে প্রবন্ধ সমূহ কী কী?
→ যুগ-বাণী, দু দিনের যাত্রী, রুদ্র- মঙ্গল, রাজবন্দির জবান বন্দি।
৯. হিন্দু-মুসলমান মিলনের অন্তরায় কোথায়?
→ মনুষ্য ধর্মকে মূল্য না দেওয়া।
১০. "আমার পাথ" প্রবন্ধের মূল উপজীব্য কোনটি?
→ ব্যক্তিসত্তার জাগরণ।
১১. আমার পথ দেখাবে আমার সত্য এই বাক্যে ফুটে উঠেছে?
→আত্ম প্রত্যয়।
১২. মানুষের অমর্যাদা হয় কিসে?
→ মিথ্যা বিনয়-এ।
১৩. কাজী নজরুল ইসলাম কত সালে জন্ম গ্রহণ করেন?
→ ১৮৯৯ সালে
১৪. কত সালে কাজী নজরুল ইসলামে দুরারোগ্য ব্যাধিতে আকান্ত হম ?
→ ১৯৪২ সালে
১৫. কত সালে কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন?
→ ১৯৭৬ সালে
১৬. কোনটি লেখকে পথ দেখাবে?
→ সত্য।
১৭. "আমার পথ' প্রবন্ধ অনুসারে কিভাবে মানুষ নিজেকে ক্রমেই ছোট করে ফেলে?
→ খুববেশি বিনম দেখাতে গিয়ে।
১৮. দেশের যা কিছু মিথ্যা তাকে দূর করতে কী প্রয়োজন ?
→আগুনের সম্মার্জনা । (সম্মার্জনা → ঝারু)
১৯. কোন ভুল করেছেন তা বুঝতে পরলেই প্রবন্ধিক কি করবেন ?
→ তার ভুল স্বীকার করবেন।
২০. আমার পথ' প্রবন্ধে লেখক কাকে সালাম জনান → →তার সত্যকে।
-২১. "আমার পথ" প্রবন্ধটি কোন প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
→রুদ্র-মঙ্গল।
২২. কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আকান্ত হন?
→ ৪৩ সালে
২৩. কুহেলিকা কোন ধরণের রচনা?
→ কাজী নজরুল ইসলামের রচিত উপন্যাস।
২৪. মিথ্যা বিনয়ের চেয়ে কোনটি অনেক অনেক ভাল?
→অহংকারের পৌরুষ।
২৫. কোনটি লেখককে বিপথে নিয়ে যেতে পারবে না? →রাজভয় - লোকভয়।
২৬. নিজের সত্যকেই নিজের কর্ণধার মনে জানলে নিজের শক্তির উপর কী আসে?
→ অটুট বিশ্বাস।
২৭. কুর্নিশ শব্দের অর্থ কী?
→অভিবাদন।
২৮. সবচেয়ে বড় ধর্ম কোনটি?
→মানুষ ধর্ম।
২৯. কে বাইরের গোলামি থেকে রেহাই পায় না?
→ যার অন্তরে গোলামির ভাব।
৩০. সবচেম বড় দাসত্ব কোনটি?
→পবাবলম্বন।
৩১. আত্মাকে চিনলেই কী আসে?
→ আত্মনির্ভরতা।
৩২. কে নিজের ওপর অটুট বিশ্বাস করতে শিখাচ্ছিলেন?
→ মহাত্ম গান্ধীজি।
৩৩. কর্ণধার শব্দটির অর্থ কী?
→ নেতৃত্ব প্রদানের সামর্থ্য আছে এমন ব্যাক্তি।
৩৪. সম্মার্জনা শর্দিটি কী অর্থে ব্যবহূত হয়েছে?
→ ভন্ডামি, মেকি ও মিথ্যাকে মেজে - ঘ্ষে পরিষ্কার করা অর্থে ব্যবহৃত হয়েছে।
৩৫. কে মিথ্যাকে ভয় করে না ?
→যার মনে মিথ্যা নেই।
৩৬. কাজী নজরুল ইসলামের মাতার নাম কী?
→ জাহেদা খাতুন।
৩৭. আমার পথ আমাকে কী দেখাবে?
→আমার সত্য।
৩৮. মেকি শব্দের অর্থ কী?
→ মিথ্যা।
৩৯. কে অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না?
→ যার নিজের ধর্মে প্রতি বিশ্বাস আছে, যে নিজ ধর্মের সত্যকে চিলেছে।
0 মন্তব্যসমূহ